কাপ্তাইয়ে বিরল প্রজাতির অজগর সাপ ন্যাশনাল পার্কে অবমুক্ত

NewsDetails_01

কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হলো বিরল প্রজাতির ১টি আজগর সাপ।

সোমবার (২ নভেম্বর) কাপ্তাই ৪১ বিজিবি ক্যাম্প এলাকায় ৮/৯ফুট দৈর্ঘ্যের ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ দেখতে পাওয়া গেলে সাথে সাথে ক্যাম্প কর্তৃপক্ষ স্থানীয় বন বিভাগ কে খবর দেন। তৎক্ষনাৎ কাপ্তাই রাম পাহাড় বিট কর্মকর্তা শহিদ উল্লা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

NewsDetails_03

পরবর্তীতে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তার (ডিএফও)র, মোঃ রফিকুজ্জামন শাহ্‌ এর নির্দেশ মোতাবেক কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এস এম মাহাবুব উল আলম সেন্টু, রামপাহাড় বিট কর্মকর্তা শহিদউল্লাসহ বনপ্রহরীরা উক্ত অজগর সাপটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে দুপুরে অবমুক্ত করেন।

এদিকে রেঞ্জ কর্মকর্তা এস এম মাহাবুব উল আলম বলেন, ইত:পূর্বে আরো ১০/১২ টি অজগর সাপ ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন