কাপ্তাইয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাইয়ের শীলছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং ও অভিযানে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এইসময় অপরিস্কার রান্না ঘর, মেয়াদবিহীন সরিষার তেল, ফ্রিজে কাঁচা খাবারের সাথে রান্না করা খাবার পাওয়া যাওয়ায় শীলছড়ি ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এইছাড়া একই অপরাধে শীলছড়ি বাজারে ৫টি প্রতিষ্টানের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে আরোও ৪ হাজার টাকা সহ সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো ইলিয়াস। এইসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

আরও পড়ুন