কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট বাজারে আজ সোমবার বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

NewsDetails_03

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে দুটি দোকানে তল্লাশি করে মোট ১৪৮ টি (৩৭০০০ ফুট) অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। অবৈধভাবে কারেন্ট জাল রাখা ও বিক্রির অভিযোগে দোকান দুটির মালিককে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ এর ক এবং দন্ডবিধি ৫ এর ২(ক) ধারা মোতাবেক দুটি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত জালগুলি বাজারের উন্মুক্ত স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোঃ শাহিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী আরিফ হোসেন ও পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন