কাপ্তাইয়ে স্বাস্থ্যবিধী মানাতে মাঠে তৎপর প্রশাসন

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাইয়ে করোনা ভাইরাসের সংক্রমণের উর্দ্ধমুখীতে প্রশাসনের উদ্যোগে জনগণকে স্বাস্থ্যবিধী মানাতে প্রচার প্রচারনা এবং ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টা হতে দুপুর আড়াই টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর ও উপজেলা সদরস্থ কাপ্তাই চট্টগ্রাম সড়কে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং জনগণকে করোনা সংক্রমন রোধে সচেতন করেন।

NewsDetails_03

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ সালের ২৬৯ ধারায় ২ টি মামলায় ২ জন পথচারীকে ৬শ টাকা, ধুমপান ও তামাকজাত দ্রব্য আইন ২০০৫ এর ৪ ধারায় ১ টি মামলায় ১ জন পথচারীকে ৩শ টাকা, বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৪ ও ৭২ ধারায় ৩ টি মামলায় ৩টি হালকা যানবাহনকে ১৩শ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫৩ ধারায় ১ টি মামলায় ১ টি দোকানকে ৩ হাজার টাকা সহ মোট ৭টি মামলায় সর্বমোট ৫ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।

আরও পড়ুন