কাপ্তাইয়ে ৪ দফা দাবি বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিবাদ সমাবেশ

NewsDetails_01

ডিপ্লোমা প্রকৌশলীদের ৪ দফা বাস্তবায়নে রাঙামাটি কাপ্তাইয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশল ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আয়োজনে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ি(বিএসপিআই) আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডিপ্লোমা প্রকৌশল ছাত্র, শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কাপ্তাই শাখার আহবায়ক প্রকৌশলী আবদুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিকমানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে পরির্বতন অযৌত্তিক,এ আত্মঘাতি সিদ্বান্ত বন্ধের দাবি জানান তাঁরা। বিএনবিসি ২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধন এবং ছাত্র,শিক্ষক পেশাজীবীদের সমস্যা সমাধানে তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

NewsDetails_03

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন,জেনিক কাপ্তাইয়ের সাধারন সম্পাদক মো.ইমাম ফখরউদ্দীন রাজী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্রগ্রাম জেলা সংগ্রাম পরিষদের সদস্য সচিব মো.আলাউদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্নসচিব মো.রফিকুজ্জামান,মোবারক হোসেন, কেন্দ্রীয় কমিটি ও সংগ্রাম পরিষদের আহবায়ক মো.ফজলুর রহমান খান,চট্রগ্রাম কেনিক আই,ডি, ইবি সহ-সভাপতি জাফর আহমেদ সাদেক ও জেনিক কাপ্তাই সহ-সভাপতি সুজিত কুমার বিশ্বাস।

আরও পড়ুন