কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে আজ শনিবার (২০ মে) বেলা ১ টায় ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা এবং প্রায় ৬ কেজি ওজনের একটি অজগর সাপ অবমুক্ত করেছেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ উপস্থিত থেকে এই সাপটি অবমুক্ত করেন।

NewsDetails_03

এসময় কাপ্তাই প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ কবির হোসেন, বন বিভাগের ফরেস্ট গার্ড (এফজি) আবু বক্কর ও গিয়াস উদ্দিন’সহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকাল ৭ টায় রাঙ্গামাটি সদর উপজেলার রিজার্ভ বাজার ১নং পাথরঘাটা মহসিন কলোনী এলাকার নয়ন চাকমার বাড়ী থেকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো: শোয়াইব খান এর নির্দেশে বন বিভাগের লোকজন ও স্থানীয়রা অজগর সাপটি উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

আরও পড়ুন