কাপ্তাই দুটি অজগর সাপ অবমুক্ত

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে আবারো প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের দুটি অজগর সাপ অবমুক্ত করেছে বনবিভাগ।

সোমবার (৩১ অক্টোবর) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরন্যে সাপ দুটি অবমুক্ত করা হয়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের উপস্থিতিতে সাপ দুটি অবমুক্ত করে বনবিভাগের সদস্যরা।

NewsDetails_03

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, সম্প্রতি রাঙামাটি সদর কলেজ গেইট থেকে ৭ ফুট দৈর্ঘ্যের ৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে রাঙামাটি বনবিভাগ এবং কাপ্তাইয়ে লোকালয় থেকে আরো একটি প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের প্রায় ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের অজগর সাপ উদ্ধার করে বনবিভাগ। পরে রাঙ্গামাটি বন সংরক্ষক (সিএফ) মো.মিজানুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খানের দিকনির্দেশনা মোতাবেক আজ সোমবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরন্যে অবমুক্ত করে বনবিভাগের কর্মীরা।

এইসময় কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন সহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর পূর্বে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে বিরল প্রজাতির ২টি বানর, ৭টি সাপ, ৪টি ময়না, ১টি হরিণ ও ১টি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন