কাপ্তাই পরিদর্শনে বিচারপতি এম হাসান

NewsDetails_01

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি.এম হাসান আজ বৃহস্পতিবার (১৯ই ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলার কাপ্তাই পরিদর্শন করেছেন। এসময় কাপ্তাইয়ের লেকশোর পিকনিক স্পট পরিদর্শন করে কাপ্তাইয়ের পর্যটন খাতের নান্দনিকতা দেখে মুগ্ধ হন তিনি। এছাড়া কাপ্তাইয়ের পর্যটন খাতের বিকাশের নানান সম্ভাবনা আছে বলে অভিমত ব্যক্ত করেন।

NewsDetails_03

জানা যায়,সরকারি এই ভ্রমণে শুক্রবার পর্যন্ত কাপ্তাইয়ে অবস্থান করে তিনি এই অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান সমূহ পরিদর্শন করবেন এবং আগামী শনিবার (২১ই ডিসেম্বর) নিজ গ্রামের বাড়ী পটিয়ার এয়াকুবদন্ডীর উদ্দেশ্যে রওনা দিবেন।

কাপ্তাই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা জজ নুরুল হুদা, রাঙামাটি সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। এর আগে কাপ্তাই এসে পৌঁছালে বিচারপ্রতি জে.বি.এম হাসানকে কাপ্তাইবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

আরও পড়ুন