কাল কেপিএম সিবিএ নির্বাচন : অংশ নিচ্ছে ৩ টি শ্রমিক সংগঠন

NewsDetails_01

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) সিবিএ (কালেক্টিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচন আগামীকাল ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রামস্থ রেজিষ্টার অব ট্রেড ইউনিয়নের পরিচালক এই তারিখ ঘোষনা করেন। নির্বাচনের তারিখ ঘোষনা হওয়ার পর থেকে শ্রমিক সংগঠন গুলোর নেতাকর্মীরা প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।

কেপিএম এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এবারের সিবিএ নির্বাচনে তিনটি শ্রমিক সংগঠন অংশ নিচ্ছে। সংগঠন গুলোর মধ্যে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজি নং- চট্ট-২৬২১) চাকা প্রতীক, কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন (রেজি নং চট্ট -২৭৫০) ছাতা প্রতীক এবং কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নং- চট্ট -৮) হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ২১৯ জন শ্রমিক কর্মচারী আগামীকাল ৩০ নভেম্বর ভোটাধিকার প্রয়োগ করবেন ।

NewsDetails_03

কেপিএমের জিএম (প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠানের সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তিনি শ্রমিক সংগঠন গুলোকে আচরন বিধি মেনে চলার অনুরোধ জানান।

এদিকো সিবিএ নির্বাচন উপলক্ষে গত রবিবার কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী শ্রমিক সংগঠন ও কেপিএম লিঃ এর প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও সৌহার্দ্য পূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিক নেতা আবদুর রাজ্জাক, আনোয়ার হোসেন বাচ্চু, আনিছুর রহমান, মৌলভী ইউনুছ মোল্লা, গাজী নাসির উদ্দিন,শাহ এমরানসহ কেপিএমের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা সকলেই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকলেই ঐক্যমত পোষন করেন।

আরও পড়ুন