কাল রোয়াংছড়ি যাচ্ছেন মন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সফর করবেন, এসময় তিনি বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এর পাশাপাশি আর্থিক অনুদান প্রদান করবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী কাল (২৩ আগস্ট) শুক্রবার তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কারিতাসের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও পার্বত্য মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের চাউল বিতরণ করবেন।

NewsDetails_03

আরো জানা গেছে,এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে রোয়াংছড়ির লিরাগাঁও সড়কের নির্মান কাজের ভিত্তিপ্রস্থ স্থাপন,উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে

লাইব্রেরী উদ্বোধন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে তত্ত্বাবধানে অফিসার ক্লাবের নির্মাণে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এলজিইডি তত্ত্বাবধানে উপজেলা কমপ্লেক্সের মুক্তিযুদ্ধের স্মৃতিস্থম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ সরকারি বেসরকারি প্রকল্পের আওতায় বাস্তবায়িত ও অবাস্তবায়িত কর্মকাণ্ডের পরিদর্শন এর পাশাপাশি এলাকার নেতৃবৃন্দে সাথে আলোচনা করার কথা রয়েছে।

আরও পড়ুন