কেন্দ্রীয় সনদ পরীক্ষায় বোর্ড সেরা আইডিয়াল নূরানী একাডেমীর ২ শিক্ষার্থী

NewsDetails_01

কেন্দ্রীয় সনদ পরীক্ষায় বান্দরবানের আইডিয়াল নূরানী একাডেমীর এবার ১৩ জন শিক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এবার পাশের হার শতভাগ । নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর পরীক্ষার ফলাফলে সেরা ২০ এর মধ্যে এবারে আইডিয়ালের আছে দুই জন। তারা হলেন-মো: ইয়াছিন এবং রাইদা সায়ূরী।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায় ।

NewsDetails_03

শিক্ষকরা জানান, ২০২১ সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় আইডিয়াল নূরানী একাডেমীর মো: ইয়াছিন, রাইদা সায়ূরী মোট ৯০০ নম্বরের মধ্যে প্রত্যেকে পরীক্ষায় ৮৭৯ নম্বর পেয়ে বোর্ডের সেরা ২০ এর তালিকায় স্থান করে নিয়েছেন। ইসলামি শিক্ষা কেন্দ্রের পরিচালনায় ২০২০ সালে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় প্রতিষ্ঠানটিতে শতভাগ পাশ করে। ওই সময়ে জিপিএ পাঁচ পান ৫ জন এবং বোর্ড সেরা হন একজন।

জেলার আইডিয়াল নূরানী একাডেমীর প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন জানান, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল। প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থীদের প্রতি আন্তরিক। শিক্ষার্থীদের ভালো ফলাফল আরো একটি কারণ হলো শিক্ষার্থীর লেখা পড়ার প্রতি অভিভাবকের সচেতনতা।

আরও পড়ুন