কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরে চুরি

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির হতে দুইটি ঘন্টা চুরি হয়েছে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক। গত শুক্রবার রাত সাড়ে ১১ টার পর এই চুরির ঘটনা ঘটে বলে জানান তিনি। ঘন্টা দুইটির আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

মন্দিরের পুরোহিত কৃষ্ণ চক্রবর্তী জানান, গত শুক্রবার রাতে বৃষ্টি হচ্ছিল। আমি মন্দিরের পাশের ঘরে শুয়ে ছিলাম। চোরের দল রাতে দেওয়াল টপকে মন্দিরে প্রবেশ করে মন্দিরে সামনে হতে দুইটি ঘন্টা চুরি করে নিয়ে যান। বৃষ্টি হওয়া সেই সময় কোন শব্দ পাই নাই।

NewsDetails_03

মন্দির কমিটির সদস্যরা জানান, আমাদের মন্দিরে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা সেটা দেখবো এবং পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করবো।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন জানান, এই বিষয়ে এখনো মন্দির কমিটির পক্ষ হতে কেউ অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবো।

আরও পড়ুন