ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমূহের উন্নয়ন ও বিকাশের জন্য উন্নয়ন বোর্ডের কর্মশালা

NewsDetails_01

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমূহের উন্নয়ন ও বিকাশের জন্য উন্নয়ন বোর্ডের কর্মশালায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর
সংবিধানের আলোকে পাহাড় ও সমতলে পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমূহের উন্নয়ন ও বিকাশের জন্য কর্ম কমিশনসহ বিভিন্ন সরকারী চাকুরীতে কোটা সংরক্ষণ এবং বাস্তবতার নিরিখে কর্মপন্থা গ্রহণের মাধ্যমে চাকুরীর সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ সকালে এই কর্মশালার আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও আইএলও’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিব বেগম আকতারী মমতাজ, আইএলও’র অফিসার ইনচার্জ গগন রাজ ভান্ডারী। উক্ত কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়।

আরও পড়ুন