খাগড়াছড়িতে অতিরিক্ত টোল ও কুরিয়ার ফি কমানোর দাবিতে মানববন্ধন

NewsDetails_01

খাগড়াছড়িতে উৎপাদিত মৌসুমি ফল পরিবহনে অতিরিক্ত টোল আদায় বন্ধ ও কুরিয়ার সার্ভিসের ফি কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকালে শাপলা চত্ত্বরে ফলদ বাগান মালিক ও ব্যবসায়ীরা মানববন্ধন করেন।

NewsDetails_03

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, খাগড়াছড়িতে প্রতি কেজি আম পরিবহনে বিভিন্ন কুরিয়ার সার্ভিস ১৫-২০ টাকা ফি নিচ্ছে। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান পার্বত্য জেলা পরিষদ, বাজার ফান্ড ও পৌরসভা ফল পরিবহনে ব্যবহৃত গাড়ি থেকে হাজার হাজার টাকা টোল আদায় করছে। এতে করে বাহিরের ব্যবসায়ীরা এ অঞ্চলে উৎপাদিত আমসহ অন্যান্য ফলমূল নিতে আগ্রহ হারাচ্ছে। অবিলম্বে এ সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুশিঁয়ারী দেন বক্তারা।

মানববন্ধনে খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির প্রধান উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর ছালাম ভুট্টু বক্তব্য রাখেন।

আরও পড়ুন