খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ২৪ বসতঘর

NewsDetails_01

খাগড়াছড়ি জেলা শহরের সবজি বাজার এলাকায় অগ্নিকান্ড
খাগড়াছড়ি জেলা শহরের সবজি বাজার এলাকায় অগ্নিকান্ড
খাগড়াছড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ২৪টি বসতঘর। সোমবার সকালের দিকে জেলা শহরের সবজি বাজার এলাকায় অগ্নিকান্ডর এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে এতে একে একে ২৪টি বসতঘর পুড়ে যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলের কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে।
আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মো. হাফিজুর রহমান বলেন, ভোরের দিকে মানিকের বাসায় বৈদ্যুতিক মিটারে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। সবাই কাজে বেরিয়ে যাবার পর জানতে পারি সেই মিটার থেকে আবার আগুন ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন