খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

NewsDetails_01

খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভা প্রাঙ্গণ থেকে র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রা শেষে পৌর মিলনায়তনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে বাড়ির পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘুমানোর সময় মশারী টাঙ্গিয়ে ঘুমানোর অনুরোধ জানান বক্তারা। সভা শেষে পৌর এলাকার বিভিন্ন নালা, নর্দমাসহ জমে থাকা বৃষ্টির পানিতে মশা নিধন ঔষধ ছিটানো হয়।

আরও পড়ুন