খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

NewsDetails_01

খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু
“উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” স্লোগানে সারাদেশের ন্যায় পাহাড়ী জনপদ খাগড়াছড়িতেও শুরু হয়েছে উন্নয়ন মেলা। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম সহ সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন, বিদ্যুৎ ও প্রযুক্তি উন্নয়নের ধারাকে তরান্বিত করে। তাই বর্তমান সরকার এসব সেক্টরগুলোতে গুরুত্বারোপ করেছে। যার প্রমাণ খাগড়াছড়িতে আগামী কয়েক মাসের মধ্যে চালু হতে যাওয়ায় ১৩২ মেগাওয়াট ক্ষমতাসম্পূর্ণ বিদ্যুৎ সাব স্টেশন। মেলায় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন