খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য আইন বিষয়ক কর্মশালা

NewsDetails_01

খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য আইন বিষয়ক কর্মশালা
খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজিমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে কর্মশালার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সিভিল সার্জন ডা: শওকত হোসেন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুই প্রু চৌধুরী অপু, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মো: আব্দুর রব, ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এসএম নাজের হোসেন এবং ক্যাব-খাগড়াছড়ির সা: সম্পাদক প্রদীপ চৌধুরী বক্তব্য রাখেন।
কর্মশালায় বক্তারা, প্রতিটি মানুষকে একজন ভোক্তা হিসেবে আইনগত অধিকার নিশ্চিতের জন্য উৎপাদন প্রক্রিয়া থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত গুণ-মান এবং স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি অনুধাবন করার ওপর গুরুত্ব আরোপ করেন। দেশে প্রচলিত ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগে প্রশাসনের আন্তরিক উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতাও কামনা করা হয়।

আরও পড়ুন