খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন ভবন ধসে শ্রমিকের মৃত্যু

NewsDetails_01

খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত ও আটজন আহত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টার দিকে ভবনের ছাদ ধসে পড়ে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস,পুলিশ, সেনাবাহিনী ও রেডক্রিসেন্ট সদস্যরা।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। আহতরা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতদের স্বজনরা খাগড়াছড়ি সদর হাসপাতালে ভিড় করছেন।

NewsDetails_03

জানা গেছে, নিহত শ্রমিকের নাম সাজ্জাদ হোসেন (২২)। তার বাড়ি খাগড়াছড়ি সদরে কলেজ গেইট এলাকায়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা রাজেস বড়ুয়া জানান, বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডের একাংশ বিকট শব্দে ধসে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়। এ সময় শেডের নিচে চাপা পড়ে আহত হন অন্তত আটজন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও রেডক্রিসেন্ট সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন বলে জানান তিনি৷

আরও পড়ুন