খাগড়াছড়িতে পিসিপির দুই নেতা পুলিশ রিমান্ডে

NewsDetails_01

%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)’র কেন্দ্রীয় দুই নেতাকে এক দিন করে পুলিশ রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পিসিপির কেন্দ্রীয় সহ সভাপতি বিনয়ন চাকমা এবং সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে তিন দিন করে রিমান্ড আবেদন জানানো হয়। এসময় আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

NewsDetails_03

গত ২ নভেম্বর খাগড়াছড়ির জেলা সদরের স্বনির্ভর এলাকায় অবস্থিত ইউপিডিএফ কার্যালয় থেকে সংবাদ সম্মেলন শেষে বিনয়ন চাকমা ও অনিল চাকমাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খাগড়াছড়ি সদর থানার এসআই শামছুল আরেফিন জানান, আটককৃতদের বিরুদ্ধে গত ১৪ আগষ্ট উপজেলা পরিষদ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্র্তাসহ পুলিশের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ঐ মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন