খাগড়াছড়িতে পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো যুবলীগ

NewsDetails_01

আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সমর্থিত অংশ
আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সমর্থিত অংশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগনের ক্ষমতায়ন’ এ শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে খাগড়াছড়িতে পৃথক পৃথক ভাবে আওয়ামী যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দুটি গ্রুপ।

দিবসটি উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সমর্থিত অংশটি বেলা এগারোটার দিকে কদমতলীস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা শহরের শহরের শাপলা চত্বর ঘুরে টাউন হল প্রাঙ্গনে এসে বেলুন উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

পরে খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা। আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুব সম্পাদক ও পাজেপ সদস্য মংশুই প্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ নেতা মো: শানে আলম ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

NewsDetails_03

এসময় বক্তারা শেখ হাসিনার দর্শণ ‘জনগনের ক্ষমতায়ন’ বাস্তবায়নে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানিয়ে বলেন, যুবলীগকে আদর্র্শিক সংগঠনে পরিনত করতে হবে। যুবলীগের নেতাকর্মীদেরই জনগনের অধিকার প্রতিষ্ঠায় ভুমিকা রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মানের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।

দলের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলম সমর্থিত অংশ
দলের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলম সমর্থিত অংশ
অন্যদিকে সকালের দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে দলের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলম সমর্থিত অংশটি।

বিকালের দিকে বর্নাঢ্য র‌্যালীসহ চেতনা মঞ্চে বঙ্গবন্ধুসহ চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো: বোরখান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভা খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সফি, যুব ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো: দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দিন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ,খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সজল দাশ, পৌর যুবলীগের আহবায়ক আবাদুল জলিল প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন