খাগড়াছড়িতে বহুল প্রতিক্ষীত শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

NewsDetails_01

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে
খাগড়াছড়িতে বহুল প্রতিক্ষীত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ বিদ্যালয়গুলোর শুন্য ও নবসৃষ্ট ৩৫৮ পদের অনুকূলে শুক্রবার সকালে জেলা সদরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় নিয়োগ কমিটির অন্যান্য সদস্য ও পার্বত্য জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষক বাছাই ও নিয়োগ কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন জানান, শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় ৩২৯৩ জন আবেদনকারীর বিপরীতে উপস্থিত ছিলেন ১৯৩৬ জন। অনুপস্থিত ছিল ১৩৫৭ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নতুন কুঁড়ি ক্যান্ট: হাই স্কুল কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর মেয়াদকালে এটি দ্বিতীয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বিভিন্ন ষড়যন্ত্রকে পাশ্ব কাটিয়ে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় জেলাবাসী নতুন আশার আলো দেখছে।

আরও পড়ুন