খাগড়াছড়িতে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা

NewsDetails_01

খাগড়াছড়িতে বর্ণাঢ্য বৈশাখী মঙ্গল শোভাযাত্রা
বাঙালীর অভিন্ন সত্তার প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মঙ্গল শোভাযাত্রা যেন এ উৎসবের মূল আকর্ষণ। বাঙালীয়ানার বর্হিপ্রকাশ ঘটে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে। বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে পার্বত্য জনপদ
খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিথ ছিলেন। মঙ্গল শোভাযাত্রা শেষে টাউন হল প্রাঙ্গণে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশনা করেন।

আরও পড়ুন