খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা ও সন্তানদের মানববন্ধন

NewsDetails_01

খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা ও সন্তানদের মানববন্ধন
সরকারি চাকরীতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুন:বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড। আজ রোববার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মেও ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে খাগড়াছড়ির সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন অন্যান্যেও মধ্যে বক্তৃতা করেন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবনের ঝুকি নিয়ে দেশ রক্ষার্থে ঝাপিয়ে পড়েছিলেন। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ বছর মুক্তিযোদ্ধারা অবহেলিত থাকলে আওয়ামীলীগ সরকার মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের পাশে দাড়িঁয়েছিল। কিন্তু স্বাধীনতা বিরোধীদের ইন্দনে সৃষ্ট আন্দোলনের মুখে সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কোটা বাতিল করে তাদের স্বজনদের আবারও অন্ধকারে ঠেলে দিয়েছে। অবিলম্বে চাকরীর ক্ষেত্রে ৩০% কোটা পুন:বহাল করা না হলে আন্দোলনের হুশিয়ারী দেয়া হয় সমাবেশ থেকে।

আরও পড়ুন