খাগড়াছড়িতে লাচ্ছা সেমাই ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত

NewsDetails_01

খাগড়াছড়িতে লাচ্ছা সেমাই ধ্বংস করা হচ্ছে
খাগড়াছড়িতে ৭শ ৪২ কেজি নিম্নমানের লাচ্ছা সেমাই ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা অবসর ভবন সংলগ্ন এলাকার একটি গুদামে মজুদকৃত নিম্নমানের ৭৪২ কেজি লাচ্ছা সেমাই আগুনে পুড়িয়ে ধ্বংস ও পরিবেশক জসিম উদ্দিন নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এলিশ শরমিন। এসময় সদর উপজেলা পরিষদের সহকারী কমিশনার(ভূমি) শামছুল আলম ও খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার(ভূমি) শামছুল আলম জানান, বিএসটিআই’র অনুমোদন ছাড়া পণ্য মজুদ করে বিক্রয়ের অপরাধে লাচ্ছা সেমাই মজুদকারী জসিম উদ্দিন নামে একজনকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও মজুদকৃত ৭৪২ কেজি নিম্নমানের সেমাই তাৎক্ষণিক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়

আরও পড়ুন