খাগড়াছড়িতে সততা স্টোর চালু

NewsDetails_01

খাগড়াছড়িতে সততা স্টোর চালু
“বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” স্লোগানে খাগড়াছড়িতে দুর্নীতি দমন কমিশনের অনুপ্রেরণায় বিক্রেতা বিহীন সততা স্টোর চালু হয়েছে। আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি বিয়াম ল্যাবরেটরি স্কুলে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র(দুপ্রক) সহযোগীতায় সততা স্টোর চালু করা হয়।
সততা স্টোর চালু উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দুপ্রক খাগড়াছড়ি শাখার সভাপতি সুদর্শন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মারুফ, দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাশার ও দুপ্রক খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা যদি ছাত্রজীবন থেকে নৈতিক মূল্যবোধে বেড়ে উঠে তাহলে কর্মজীবনে দায়িত্ব ও কর্তব্য সর্ম্পকে সজাগ থাকতে পারবে। দুদক’র ইতিবাচক এই উদ্যোগ দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম অন্যান্য অতিথিদের নিয়ে সততা স্টোরের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন