খাগড়াছড়িতে স্ত্রীর মামলায় ১০ বছরের কারাদণ্ড পেলেন স্বামী

NewsDetails_01

খাগড়াছড়িতে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন মামলায় স্বামী মো.রফিককে (৫৩) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (৬ অক্টোবর) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (ভারপ্রাপ্ত) বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রফিক আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রফিক সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত হাজী হাছিউর রহমানের ছেলে।

NewsDetails_03

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন কবির জানান, ২০১৮ সালের ২২ এপ্রিল নিজ বাসায় যৌতুকের দাবিতে স্ত্রী আনোয়ারা বেগমকে মারধর করে তার স্বামী রফিক। এ ঘটনায় আনোয়ারা বাদী হয়ে সদর থানায় রফিককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমণ আইনে একটি মামলা দায়ের করেন।

এরপর পুলিশ ওই বছরের ২১ মে তদন্ত শেষে রফিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিকেলে ছয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন