খাগড়াছড়িতে স্মার্ট কার্ড বিতরণ শুরু

NewsDetails_01

খাগড়াছড়িতে শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম। শুক্রবার বেলা ১২টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. কফি এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ প্রমুখ। স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধনের পর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের হাতে স্মার্ট কার্ড তুলে দেন অতিথিরা। খাগড়াছড়ি সদর উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের ৭৭ হাজার ৪শ ১৯ জনকে আগামী ২০ জানুয়ারী পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

আরও পড়ুন