খাগড়াছড়ির গুইমারার তিন ইউনিয়নে মনোনয়ন পত্র জমা

NewsDetails_01

খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলার তিন ইউনিয়নে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন
খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলার তিন ইউনিয়নে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন
বিপুল-উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলার তিন ইউনিয়নে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার সকালে সরকার দলীয় প্রার্থী হিসেবে গুইমারা সদর ইউনিয়নে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী এবং সিন্দুকছড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সুইনু প্রু চৌধুরী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রিপন হোসেনের হাতে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা শিবু প্রসাদ ঘোষসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

এর আগে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি মনোনীত হিসেবে গুইমারা সদর ইউনিয়নে মো. মোখলেছুর রহমান, হাফছড়ি ইউনিয়নে মো. মাহবুব আলী, সিন্ধুকছড়ি ইউনিয়নে দীন মোহাম্মদ উপজেলা নির্বাচন অফিসারের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

এছাড়াও হাফছড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উশে প্রু মারমা ও গুইমারা ইউনিয়নে আওয়ামীলীগ নেতা নির্মল নারায়ন ত্রিপুরা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

গুইমারা উপজেলার তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন, সাধারণ সদস্য পদে ৮৮জন এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ২৬জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

আরও পড়ুন