খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ কর্মী আটক

NewsDetails_01

%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8bখাগড়াছড়ির দীঘিনালায় আরএফএল কোম্পানির পণ্য বোঝাই কাভার্ড ভ্যানে চাঁদা দাবীর অভিযোগে মিলন ত্রিপুরা (৩০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র এক কর্মীকে আটক করা হয়েছে। আটক ইউপিডিএফ কর্মী মিলন ত্রিপুরা দীঘিনালার রাজেন্দ্র কার্বারী পাড়া গ্রামের ভোলানাথ ত্রিপুরা’র ছেলে।

জানা গেছে, রোববার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে আরএফএল এর পণ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান আসলে মিলন ত্রিপুরা নামে এক যুবক চাঁদা দাবী করে। এসময় আরএফএল কোম্পানির লোকজন হাতেনাতে ধরে তাকে পুলিশে সোপর্দ করে। এঘটনায় আরএফএল কোম্পানির তিন সেলস এন্ড ডেভলপমেন্ট অফিসার মো. মাইন উদ্দিন বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন।

NewsDetails_03

এ বিষয়ে আরএফএল কম্পানির সেলস এন্ড ডেভলপমেন্ট অফিসার মো: মাইন উদ্দিন জানান, রোববার বিকালের দিকে ‘আরএফএল’ পণ্য বোঝাই কাভার্ড ভ্যানটি বোয়ালখালী নতুন বাজারে আসলে মিলন ত্রিপুরা এসে চাঁদা দাবী করে। এর আগেও ইউপিডিএফ আরএফএল কোম্পানির নিকট বাৎসরিক বিশ লাখ চাঁদা দাবী করে আসছিলো বলেও জানান তিনি।

আরএফএল এর পণ্য বোঝাই কাভার্ড ভ্যানে চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ‘র দীঘিনালা উপজেলা জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুকৃতি চাকমা বলেন, মিলন ত্রিপুরা আমাদের সাংগঠনিক কর্মী। রোববার বিকালে বোয়ালখালী নতুন বাজারে গেলে মিলন ত্রিপুরাকে আরএফএল কোম্পানির লোকজন জোরপূর্বক ধরে পুলিশে সোপর্দ করে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আরএফএল কম্পানির সেলস এন্ড ডেভলপমেন্ট অফিসার মো: মাইন উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন