খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে নেতাকর্মীদের বিক্ষোভ

NewsDetails_01

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজকে অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে নতুন কমিটির দাবিতে বিক্ষোভ হয়েছে।

বুধবার (৫ফেব্রুয়ারি) দুপুরে জেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের বিক্ষুদ্ধ নেতারা শহরে ঝাঁড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে এসব দাবি উত্থাপন করেন।

NewsDetails_03

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সহ সভাপতি খোকন বিকাশ চাকমা তাঁর বক্তব্যে বলেন, টাকার বিনিময়ে বিএনপি ও জামায়াতপন্থীদের দিয়ে বিভিন্ন ইউনিটের কমিটি দিচ্ছে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক। তাদের বিরুদ্ধে এর আগেও কেন্দ্রীয় সংসদকে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন বিষয়ে অভিযোগ উত্থাপন করা হলেও কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে দুর্নীতিগ্রস্ত জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজকে অবাঞ্ছিত ঘোষণা করে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সংসদের হস্তক্ষেপ দাবি করেন।

আরও পড়ুন