খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়রের ওপর হামলার প্রতিবাদে মিছিল

NewsDetails_01

খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়রের ওপর হামলার প্রতিবাদে মিছিল
খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পরিমল দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাগড়াছড়ি শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল বের করা হয়। সচেতন ছাত্র ও যুব সমাজের ব্যানারে বের হওয়া মশাল মিছিলের নেতৃত্বে ছিলেন পরিমল দেবনাথের বড় ভাই বিমল দেবনাথ ও খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এসএম মাসুম রানা।
শহরের শাপলা চত্ত্বর মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে খাগড়াছড়ি বাজার, কলেজ সড়ক ও আদালত সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মশাল মিছিল থেকে “সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়া দাও, পরিমল হত্যা চেষ্টার বিচার চাই” ইত্যাদি স্লোগান দেয়া হয়।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন জানান, এঘটনায় এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি, প্যানেল মেয়রের মৌখিক অভিযোগের ভিত্তিতে গতরাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ৯নং পৌর ওয়ার্ডের অর্পণা চৌধুরী পাড়া এলাকায় ৩০-৪০ জনের মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ প্যানেল মেয়র পরিমলের ওপর হামলা করে এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে।

আরও পড়ুন