খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় সরকার জড়িত: প্রবীণ চন্দ্র চাকমা

NewsDetails_01

খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। পুলিশি বাধার মুখে বিক্ষোভ প্রদর্শন শেষে কার্যালয়ের মূল ফটকে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
তিনি তার বক্তব্যে বলেন,খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার জন্য আওয়ামীলীগকে দায়ী করে বলেন,দিনে দুপুরে খালেদা জিয়াসহ গণমাধ্যমের ওপর হামলার ৬ দিন অতিবাহিত হলেও দোষীদের গ্রেফতার না করায় প্রমাণ করে সরকারের মদদপুষ্ট লোকজনই এর সাথে জড়িত। অবিলম্বে দোষীদের আইনের আওতায় না হলে কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন নেতাকর্মীরা।

আরও পড়ুন