গনহত্যার অভিযোগে মানববন্ধনে রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থীর বিচার দাবি

NewsDetails_01

গনহত্যার অভিযোগে মানববন্ধনে রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থীর বিচার দাবি
ভুষনছড়া গনহত্যার অভিযোগে মানববন্ধন থেকে রাঙ্গামাটির আসনের বিএনপি প্রার্থী মেজর রাজেশ ওরফে মনি স্বপন দেওয়ানের বিচার দাবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে নির্যাতিত পার্বত্যবাসীর ব্যানারে এ বিচার চাওয়া হয়। বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের বাসিন্দারা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভুষনছড়া গনহত্যার নেতৃত্ব দিয়েছিলেন এই মনি স্বপন। ওই সময় যার দলীয় নাম ছিল মেজর রাজেশ। গনহত্যার নায়ক এই খুনি এখন সংসদ নির্বাচন করছে। এটা অত্যন্ত দুঃখজনক। বক্তারা অবিলম্বে মেজর রাজেশ ওরফে মনি স্বপন দেওয়ানকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
মানববন্ধনে ভুষনছড়া নির্যাতিত বাসিন্দার পক্ষে বক্তব্য রাখেন মোঃ শাহজালাল, মোঃ রাজ্জাক, মোঃ সামশু ও জলিল প্রমুখ।
প্রসঙ্গতঃ ১৯৮৪ সালের ৩১ মে গভীর রাতে তৎকালীন পাহাড়িদের বিচ্ছিন্নতাবাদী সংগঠন শান্তিবাহিনী হামলা চালিয়ে সাড়ে শতাধিক নিরীহ বাঙ্গালীকে হত্যা করে। অভিযোগ আছে, তৎকালীন শান্তিবাহিনীর মেজর রাজেশ ওরফে মনি স্বপন দেওয়ান এর নেতত্বে এ হামলা ও গনহত্যা চালানো হয়। বর্বর এ হত্যাকান্ডের দুই যুগ পার হলেও এখনো এর সুষ্ট তদন্ত ও বিচার হয়নি।

আরও পড়ুন