চন্দ্রঘোনা ও চিৎমরম ইউনিয়নে ফের ১৪৭২ জন পেল টিসিবির পন্য

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ও ৩ নং চিৎমরম ইউনিয়নে ৪র্থ ধাপে গরীব ও নিম্ম আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার (২০ আগস্ট) চন্দ্রঘোনা ইউনিয়নের ৫টি ওয়ার্ডের ৮শত ২২ জন টিসিবির কার্ডধারী সাধারণ মানুষের মাঝে কেপিএম সিবিএ কার্যালয়ের সামনে এই পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। এইসময় ৪ শত ৫ টাকার প্যাকেজে জনপ্রতি সয়াবিন তেল ২ কেজি, মসুর ডাল ২ কেজি এবং চিনি ১ কেজি করে বিক্রি করা হয়।

NewsDetails_03

কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন মিলন, ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি’সহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত থেকে এই বিক্রি কার্যক্রম সম্পন্ন করেন।

এছাড়া একইদিন কাপ্তাই উপজেলা ৩নং চিৎমরম ইউনিয়ন এর বৌদ্ধ বিহার ঘাটে ৬ শত ৫০ জন হতদরিদ্রের মাঝে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।

আরও পড়ুন