চন্দ্রঘোনার নালন্দা বিহারে কঠিন চীবর দানোৎসব

NewsDetails_01

দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা কর্নফুলি নালন্দা বিহারে অনুষ্ঠিত হলো শুভ কঠিন চীবর দানোৎসব।

NewsDetails_03

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো দানোৎসব এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথেরো এর সভাপতিত্বে দানোৎসব এ প্রধান ধর্ম দেশক এর বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস লোকজিত মহাথেরো।

কর্নফুলি নালন্দা বিহার পরিচালনা কমিটির সাধারণ সুমন বড়ুয়ার সঞ্চালনায় বিহারধ্যক্ষ সাধনানন্দ মহাথেরো দানোৎসব এর শুভ উদ্বোধন করেন। দানোৎসবে পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির সদস্য দেবপ্রিয় বড়ুয়া। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিহার কমিটির অর্থ সম্পাদক কাজল বড়ুয়া এবং মহাসচিব স্বপন বড়ুয়া।দানোৎসব এ বিভিন্ন বিহার হতে পুজনীয় ভিক্ষু সংঘ এবং দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।
এদিকে বিহার প্রাঙ্গনে সন্ধ্যায় ফানুসবাতি উড়ানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন