ছাত্র ছাত্রীদের মেধাকে দেশের কল্যানে কাজে লাগাতে হবে : কাপ্তাই জোন কমান্ডার

NewsDetails_01

ছাত্র ছাত্রীদের মেধাকে দেশের কল্যানে কাজে লাগাতে হবে, তবেই দেশ উপকৃত হবে। রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই থেকে প্রকাশিত সাহিত্য, সংস্কৃতি,খেলাধুলা,বিনোদন, ভ্রমণ,শিক্ষা এবং সাফল্য বিষয়ক মাসিক সাময়কী রুপসী কাপ্তাই এর আয়োজনে ২০১৮ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল শেখ মাহামুদুল হাসান।
তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জীবনে স্বপ্ন থাকতে হবে, স্বপ্নের পেছনে চেষ্টা থাকতে হবে তাহলে অভীষ্ট্য লক্ষে পৌঁছতে পারবে, শুধুমাত্র মেধাবি হলে হবেনা, সকলকে ভালো মানুষ হতে হবে। সংর্বধনা কমিটির আহবায়ক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে রুপসী কাপ্তাই এর সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নৌ বাহিনী স্কুলের সহকারী শিক্ষক বদরুল পারভেজ, কেপিএম স্কুলের সংর্বধিত শিক্ষার্থী রেবেকা সুলতানা। সংর্বধনা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন কাপ্তাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক ঝুলন দত্ত। উল্ল্যেখ যে, এই বছর কাপ্তাই উপজেলা হতে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন।

আরও পড়ুন