জাতীয় যুব সংহতির লামা পৌর কমিটির সভাপতি ওসমান সভাপতি, সাধারণ সম্পাদক ইউছুফ

NewsDetails_01

নতুন কমিটি
মো. ওসমান গণিকে সভাপতি ও মো. ইউছুফকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব সংহতি’র লামা পৌর শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। পরিচিতি সভা করার শর্তে জাতীয় যুব সংহতির বান্দরবান জেলা কমিটির আহবায়ক শওকত জামান মিশুক বুধবার এ কমিটি অনুমোদন দেন।
অনুমোদিত কমিটির অন্য পদপ্রাপ্তরা হলেন, মো. ইউনুছ মিয়া, মো. ইসমাইল, মো. মনির হোসেন সহ-সভাপতি। মো. আবুল হাসেম ও মো. আরিফ যুগ্ন সাধারণ সম্পাদক। মো. বেছা মিয়া সাংগঠনিক সম্পাদক, মো. আলা উদ্দিন যুগ্ন-সাংগঠনিক সম্পাদক, আবদুল হামিদ যুব বিষয়ক সম্পাদক, মো. আলা উদ্দিন, নুর মোহাম্মদ, আবদুল ইউসুুফ, মো. তারেক, আবদুর রব, মো. রফিক, মো. জালাল উদ্দিন, মো. সুমন, মো. বাদশা, মংচাচিং মার্মা, মো. মনির আহমদ, মো. মেহেরাজ, রুপন বাবু, বাহার উদ্দিন, সিংহ্লাইমং মার্মা, মো. হানিফ, জসিম উদ্দিন, আলম আমিন, মিন্টু দাশ, মো. হানিফ ও নীল মিয়া কার্যকরী সদস্য। জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি ও প্রধান উপদেষ্টা মো. হাবিবুর রহমান, বান্দরবান জেলা জাতীয় পার্টির সহ সভাপতি, মো. মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সুপারিশে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন