জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় কাপ্তাইয়ের ২ শিক্ষার্থীর পুরস্কার অর্জন

NewsDetails_01

কাপ্তাইয়ের ২ শিক্ষার্থী
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯ এ রাঙামাটির কাপ্তাই উপজেলা হতে দুইজন শিক্ষার্থী জাতীয় পুরস্কার অর্জন করেছেন। প্রথমজন হলো কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র অর্নিবান দত্ত ( শুভ্র), সে তবলা খ বিভাগে সমগ্র বাংলাদেশের ৮ জন বিভাগীয় প্রতিযোগীর মধ্যে ৩য় এবং অন্যজন হলো বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র হুমায়ুন হোসেন। সেইও ৮ জন বিভাগীয় প্রতিযোগিদের মধ্য উচ্চ লম্পে ২য় স্থান অধিকার করে।
গত বুধবার(১২জুন) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্তর হতে আসা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে কাপ্তাই এর দুই শিক্ষার্থীর জাতীয় পুরস্কার প্রাপ্তিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে: কমান্ডার নুরে আলম ছিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেস ক্লাব এর সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুুয়া, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই উদীচীর সভাপতি মংসুইপ্রু মারমা, সাংস্কৃতিক একাডেমির সভাপতি জয়সীম বড়ুয়া,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, সম্পাদক মংসুইছাইন মারমা, বারঘোনিয়া মুুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক শ্যামল কান্তি দেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ তাদের অভিনন্দন জানিয়েছেন।।

আরও পড়ুন