জেএসএস নেতা ক্যবামং বান্দরবানের নিজ এলাকায় ফিরলেন

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি স্টেশনে পৌঁছলে ক্যবামং মার্মাকে নেতাকর্মীরা ফুলের তোড়া প্রদান করে স্বাগত জানান
অবশেষে নিজ এলাকায় ফিরলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলার সাধারণ সম্পাদক, রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবামং মারমা।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবামং মার্মা মঙ্গলবার সকালে রোয়াংছড়ি স্টেশনে পৌঁছলে তাকে স্থানীয়রা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। তার বিরুদ্ধে চারটি মামলার মধ্যে দ্রুত বিচার আইনে মামলাটি নিস্পত্তি হয়ে গেছে। বাকী তিনটি মামলায় হাই কোর্ট থেকে জামিন নেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা বরখাস্ত আদেশও স্থগিতাদেশ নিয়ে এখন উপজেলা চেয়ারম্যানের আসনে ফের বহাল হলেন জেএসএস নেতা ক্যবামং মারমা। বিভিন্ন মামলার কারনে তিনি দীর্ঘদিন ধরে বান্দরবান জেলার বাইরে আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন