টিভিতে সংবাদ দেখে উদ্যোক্তার খোঁজ নিলেন বীর বাহাদুর

NewsDetails_01

খাগড়াছড়ির এক নারী উদ্যোক্তাকে নিয়ে গত ১৮ আগস্ট বেসরকারি একটি চ্যানেল সংবাদ প্রচারিত হওয়ার পর তাঁর খোঁজখবর নিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর। এই বিষয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর খোঁজ নিতে বলার কারনে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ সড়ক এলাকার স্বপ্নচূড়া রেস্টুরেন্টে গিয়ে উদ্যোক্তা নেইম্রা মারমার খোঁজখবর নিয়ে পার্বত্য মন্ত্রীকে অবহিত করেন খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সাহসী উদ্যোগের প্রশংসা করে বলেন, টিভি নিউজে সংবাদটি দেখার পর বেশ ভাল লেগেছে। আমাদের মেয়েরা আজ ঘরে বাইরে সমান তালে এগিয়ে যাচ্ছে। এ ভাবে একদিন আমাদের দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

NewsDetails_03

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊসেশিং এমপিও সংবাদটি দেখে উনাকে (কংজরী চৌধুরী) মুঠোফোনে এ উদ্যোক্তা সম্পর্কে জানতে চেয়েছেন, এর পর তিনি পরিদর্শন করে মন্ত্রীকে অবহিত করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এমন ইতিবাচক কার্যক্রমের সাথে থাকবে বলে আশ্বস্ত করেন চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এ সময় খাগড়াছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

আরও পড়ুন