তিনি সৎ রিক্সা চালক

NewsDetails_01

রিক্সা চালক ফয়সালকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করছেন লাইব্রেরীর মালিক জোবায়ের আহমদ
আধুনিককালে সততা যেন দুর্লভ এক মানবিক গুণ। অনিয়ম-দুর্নীতি যেখানে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেই সমাজে লাখ টাকা কুড়িয়ে পেয়ে মালিককে খুঁজে বের করে কেউ ফেরত দিবেন এটা শুধুই যেন কল্পনা ! কিন্তু সেই কল্পনাকে বাস্তব রুপ দিয়ে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করলেন বান্দরবানের লামা উপজেলা শহরের রিক্সা চালক ফয়সাল। রিক্সার ওপর ফেলে যাওয়া ১ লাখ ৮৬ হাজার টাকা মালিক জোবায়েরকে ফেরত দিয়ে এ দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে পৌরসভা সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. তাজুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রফিক, অটোরিক্সা মালিক-চালক সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক মো. ইউছুপের উপস্থিতিতে টাকা হস্তান্তর করেন ফয়সাল। ফয়সাল উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়ার বাসিন্দা কালাম মিয়ার ছেলে।
রিক্সা চালক ফয়সাল পাহাড়বার্তাকে বলেন, লামা বাজারস্থ সুজন লাইব্রেরীর মালিক জোবায়ের আহমদ শুক্রবার সকাল ১০টার দিকে আমার রিক্সা যোগে বাস স্টেশনে যান। রিক্সার ভাড়া পরিশোধ করে জোবায়ের একটি পলি ব্যাগ ফেলে যায় রিক্সার ওপর। পরবর্তীতে ফয়সাল পলি ব্যাগটি খুলে দেখেন তাতে নগদ ১ লাখ ৮৬ হাজার টাকা রয়েছে। তাৎক্ষনিকভাবে অটোরিক্সা মালিক-চালক সমিতির সাধারন সম্পাদক মো. ইউছুপের মাধ্যমে জোবায়েরকে খুঁজে বের করে টাকাগুলো ফেরত দেওয়ায় রিক্সা চালক ফয়সালকে ৫ হাজার টাকা পুরস্কৃত করেন লাইব্রেরীর মালিক জোবায়ের আহমদ।
ফেলে যাওয়া টাকা ফেরতের সত্যতা নিশ্চিত করে সুজল লাইব্রেরীর মালিক জোবায়ের পাহাড়বার্তাকে বলেন, সততার পরিচয় দিয়ে টাকা ফেরত দেওয়ায় আমি রিক্সা চালক ফয়সারের প্রতি সন্তুষ্ট এবং চিরকৃতজ্ঞ।

আরও পড়ুন