থানচিতে ভিয়েতনামের ওপি নারিকেল চারা বিতরণ

NewsDetails_01

থানচিতে ভিয়েতনামের ওপি নারিকেল চারা বিতরণ
বান্দরবানের থানচি উপজেলায় প্রথম বারের মতো কৃষি বিভাগের উদ্যোগে ৬০ জন জুমিয়া কৃষকদের মাঝে ভিয়েতনাম থেকে আমদানিকৃত ওপি জাতের হাইব্রিড নারিকেল চারা করে বিতরণ করা হয়।
চারা বিতরণ উপলক্ষে বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের প্রাঙ্গনে চারা বিতরণ সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা প্রধান অতিথি, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, বালাঘাটা হর্টিকালচার (বাগান) কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এসময় কৃষি কর্মকর্তা বলেন, ভিয়েতনামের ওপি নারিকেল চারা রোপন করে পাহাড়ের জুমিয়ারা লাভজনক ফলন পাবে, তাই সবার উচিত উন্নতজাতের এই নারিকেল চারা রোপন করা।

আরও পড়ুন