থানচিতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের থানচি উপজেলা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

NewsDetails_03

শুক্রবার (৬ মে) উপজেলার নীল দিগন্ত ও নীলগীড়ি পর্যটন কেন্দ্রের মাঝামাঝি পাহাড়ী এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কর হয়ে বলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানায় বিজিবি। এছাড়াও সংবাদ সম্মেলনে উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য দেড় কোটি টাকা বলে জানানো হয়।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম বলেন,দেশের বিভিন্ন অঞ্চলের মতো থানচি উপজেলা মিয়ানমার ঘেঁষা বড় মদক সীমান্ত থেকে নৌপথ ও সড়ক পথে ইয়াবা চোরাচালানের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছে মাদক কারবারীরা। এ বছরে ৪ টি ইয়াবা চালান পাচারকালে যৌথ বাহিনীর হাতে আটক ও
ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন