দীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে গত বুধবার মধ্যরাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭০ দোকানিকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

আজ ১৯ মে (শুক্রবার) বিকেলে দীঘিনালা বাস টার্মিনাল প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত ৭০ দোকানির হাতে দীঘিনালা জোনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ।

NewsDetails_03

এ সময় আরও উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান ও জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম এ মোমিন শিহাব।

জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ বলেন, দীঘিনালা জোন ইতোপূর্বেও বিভিন্ন অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাড়িয়েছে। আমাদের এমন সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন