দীঘিনালায় আগুনে ৮ দোকান ভস্মীভূত

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার মধ্যরাতে দীঘিনালা থানা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।

প্রত্যক্ষদর্শী ব্যাবসায়ী নুরুল হক জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে দীঘিনালা থানা বাজারের শেষ অংশে আগুন দেখে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে স্বর্ণকার, জুতা, ক্রোকারিজ, হার্ডওয়ার, মুদি ও সিগারেটের গুদাম রয়েছে। এতে প্রাথমিকভাবে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

NewsDetails_03

দীঘিনালা থানার ওসি মোহাম্মদ আলী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেড় ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকালে দীঘিনালা বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম প্রমূখ।

আরও পড়ুন