দীঘিনালায় নানা আয়োজনে গনতন্ত্রের বিজয় দিবস পালিত

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে গনতন্ত্রের বিজয় দিবস পালন করেছে উপজেলা আওয়ামীলীগ।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে র‍্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ কাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফরাজি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাহাবুবুল আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর মিয়া, মেরুং ইউনিয়ন (উঃ) আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন।

NewsDetails_03

এ সময় আরোও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরন চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক, মোঃ বারেক প্রমূখ।

হাজী মোঃ কাশেম বলেন, ক্ষমতা এখন জনতার হাতে মানুষ তার সুফল পাচ্ছে। বিএনপির সৃষ্টি হলো বন্ধুকের নল থেকে। তারা গনতন্ত্রকে হত্যার চেষ্টা করে বারবার ব্যার্থ হচ্ছে।

আরও পড়ুন