দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জনের কারাদণ্ড

NewsDetails_01

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলমান কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ না মানায় খাগড়াছড়ির দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জনকে সূর্যাস্ত পর্যন্ত কারাদণ্ড ও ৩ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

NewsDetails_03

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ উল্লাহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ নং ধারায় এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৯ (চ) ও ৬৬ নং ধারায় মোট ৮ টি মামলায় ৫ জনকে সূর্যাস্ত পর্যন্ত কারাদণ্ড ও ৩ জনকে মোট ৬ হাজার ২ শত টাকা অর্থদন্ড দেওয়া হয়।

এ সময় তিনি সকলকে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

আরও পড়ুন