দুই ত্রিপুরা কিশোরী হত্যার প্রতিবাদে থানচিতে মানববন্ধন

NewsDetails_01

দুই ত্রিপুরা কিশোরী ধর্ষণের পর হত্যার প্রতিবাদে থানচিতে মানববন্ধন করছে স্থানীয়রা
চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল মহাদেব পাড়া ত্রিপুরা পল্লীতে গত ১৮ মে দুই ত্রিপুরা কিশোরীতে ধর্ষণের পর হত্যার বিচারের দাবীতে বান্দরবানের থানচি উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ত্রিপুরা কল্যান সংসদ, থানচি উপজেলা শাখা।
আজ রোববার সকালে থানচি উপজেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন করে ত্রিপুরা আদিবাসীরা। এসময় ত্রিপুরা কল্যান সংসদের অন্মিম ত্রিপুরা, সচেতন নাগরিক সমাজের টিএম প্রু মার্মা, মেমং প্রু মার্মা, ছাত্র সমাজের পক্ষে নুমং প্রু মার্মাসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িত আবুল হোসেনসহ অন্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এর ব্যতয় ঘটলে অন্যথায় পাহাড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে উপজেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে মিছিলটি থানচি বাজার প্রদক্ষিন করে ফের উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন