দোকানের শাটল বন্ধ করল ব্যবসায়ীরা

বান্দরবান সদর ও রুমা উপজেলা লকডাউন

NewsDetails_01

সময় তখন ১২ টা । আস্তে আস্তে দোকানের শাটল বন্ধ করল ব্যবসায়ীরা । একটু আগে যে দোকানে, যে রাস্তায় ভীড় ছিল সেটি এখন নেই । আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা ছাড়া তেমন দেখা যাচ্ছে না ভীড় । রাস্তায় যে কয়টি গাড়ি দেখা যাচ্ছে তাদেরকে থামিয়ে পুলিশ জানতে চাচ্ছে কারণ কি ? আর সময় বাড়ার সাথে সাথে বাড়বে আরো নিরবতা । সরকার ঘোষিত রেড জোন বান্দরবান সদর ও রুমা উপজেলার চিত্র এটি ।

NewsDetails_03

আজ বুধবার বেলা ১২ টা থেকে লকডাউন ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন । করোনার প্রাদুর্ভাব ঠেকাতেই পার্বত্য জেলা বান্দরবানের দুই উপজেলাকে চিহ্নিত করা হয়েছে রেড জোন হিসেবে ।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, আজ দুপুর ১২ টা থেকে আমরা লকডাউন কার্যকর করেছি। লকডাউনের ব্যাপরে আগে থেকেই সর্বসাধারণকে জানানো হয়েছে, মাইকিংও করা হয়েছে।

আরও পড়ুন